Ask a Librarian

জ্ঞানসুধা গ্রন্থাগার (Gyanoshudha Gronthagar) একটি পারিবারিক গ্রন্থাগার হিসেবে যাত্রা শুরু করে ১৯৯৭ সালের কোনো এক সময় ঢাকাস্থ রামপুরা হাজীপাড়ায় মঈনুল ইসলাম কর্তৃক। মাত্র ৬টি বই নিয়ে যাত্রা শুরু করা এই গ্রন্থাগার ১৯৯৮-তে পূর্ব রামপুরার কুঞ্জবনে নতুন মাত্রা পায়। সাধারণ্যের স্বপ্রণোদিত বই অনুদানে গ্রন্থাগারটি পারিবারিক গন্ডি ছাড়িয়ে সাধারণ্যের সেবায় নিয়োজিত হয়। ঐ সময়ই জ্ঞানসুধা গ্রন্থাগার তার প্রথম পাঠকও পায়।

জ্ঞানসুধা গ্রন্থাগারের ক'জন অনুপ্রেরণাদায়ী দাতা আছেন। তাঁরা নিজেদের বই, দলিলপত্রাদি, ব্যক্তিগত সংগ্রহ, পেপার কাটিং, এবং কোনো কোনো ক্ষেত্রে আর্থিক অনুদান দিয়েও গ্রন্থাগারের কলেবরকে বাড়িয়েছেন সাগ্রহে।

জ্ঞানসুধা গ্রন্থাগার অভ্যন্তরীণভাবে ৭টি শাখায় তথ্য পরিবেশন করে:
শাখা ১ : সাম্প্রতিক তথ্য শাখা
শাখা ২: অডিও-ভিয্যুয়াল শাখা
শাখা ৩: বই শাখা
শাখা ৪: মানচিত্র শাখা
শাখা ৫: ডিজিটাল শাখা
শাখা ৬: সুবিধাদি শাখা
শাখা ৭: পত্রিকা শাখা

জ্ঞানসুধা গ্রন্থাগারের মাইক্রোসফ্‌ট অ্যাক্সেস-ভিত্তিক নিজস্ব অফলাইন ডাটাবেজ রয়েছে, এই লাইব্রেরিকা ক্যাটালগটি তারই অনলাইন প্রতিফলনমাত্র। জ্ঞানসুধা গ্রন্থাগারের নিজস্ব ক্যাটালগিং পদ্ধতি রয়েছে, যাকে "GG Library Coding" নামে অভিহীত করা হয়। যদিও এর পদ্ধতিগত সূক্ষ্মতা এখনও নিশ্চিত করা বাকি।

জ্ঞানসুধা গ্রন্থাগার এখন ঢাকাস্থ উত্তরার সন্নিকটবর্তি আশকোনায় পারিবারিক ব্যবস্থাপনায় অবস্থিত।

জ্ঞানসুধা গ্রন্থাগারের রয়েছে ৪০০'র কাছাকাছি বই। রয়েছে পত্রিকা, ম্যাগাজিন, পেপার কাটিং, মানচিত্র ও মানচিত্রের বই (অ্যাটলাস), বুকলেট এবং ব্রশিওর, অডিও-ভিয্যুয়াল্‌স, এবং সামান্য কিছু সাম্প্রতিক তথ্যের ভান্ডার।

গ্রন্থাগারের যাবতীয় সামগ্রীই সাধারণ্যের ব্যবহারের জন্য উন্মুক্ত। তবে স্বাভাবিকভাবেই গ্রন্থাগারের কিছু নিয়মাবলীর মাধ্যমে সেগুলো ব্যবহার করতে হবে।
We don't publish contact information for personal libraries.